Tuesday, October 8

এবার খালেদা জিয়ার ৩০ দফা


সালেহ বিপ্লব  
দেশের অর্থনৈতিক অবস্থার সর্বশেষ চিত্র তুলে ধরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক সেমিনারে তিনি উপস্থিত থাকবেন। সেখানে তিনি তার 'অভিনব' ৩০ দফা উপস্থাপন করবেন। 

বেগম খালেদা জিয়া এর আগে রাজনৈতিক অনেক বিষয়ে নানা বক্তৃতা-বিবৃতি দিয়েছেন। সরকারের সাড়ে তিন বছরের মাথায় তিনি সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা সম্পর্কে দলের মূল্যায়ন তুলে ধরেছেন। কিন্তু এই প্রথম অরাজনৈতিক ফোরামে তিনি অর্থনৈতিক চুলচেরা বিশ্লেষণ তুলে ধরতে যাচ্ছেন। এটাকে তাই অনেক বিশ্লেষক 'অভিনব' আর ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন।

বাংলাদেশ ব্যবসায়ী পরিষদ এ সেমিনারের আয়োজক। পরিষদের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। অরাজনৈতিক এ পরিষদে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনেকেই রয়েছেন। সেমিনারে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমএই, বিটিএমএ, বিকেএমইএ, ফরেন চেম্বার, উইমেন চেম্বারসহ ব্যবসা-বাণিজ্য অঙ্গনের সব ফোরামের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মহাজোট সরকারের মেয়াদের শেষ পর্যায়ে অর্থনীতি কোন অবস্থানে দাঁড়িয়েছে, সে নিয়ে আলোচনা হবে সেমিনারে। ব্যবসায়ী নেতারা সামগ্রিক অর্থনীতির খাতওয়ারী মূল্যায়ন করবেন। সেমিনারে বিরোধীদলীয় নেতা প্রায় ৩০টি পয়েন্টে অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ করবেন। বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন, দেশি ও বিদেশি বিনিয়োগ, আমদানি-রপ্তানি, শেয়ার বাজার, টেলিযোগাযোগ, জিডিপি, রিজার্ভসহ অর্থনীতির বিভিন্ন সূচকের আলোকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টারা ইতোমধ্যেই তার টকিং পয়েন্টস-এর খসড়া করেছেন।

সোমবার রাতে বেগম খালেদা জিয়া তা চূড়ান্ত করেছেন।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর জানান, বিকেল ৩ টায় ওই সেমিনারে বেগম খালেদা জিয়ার অংশ নেয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তিনি কিছু জানাননি।
---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়