Tuesday, October 29

কানাইঘাটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ৬০ ঘন্টার হরতার শান্তিপূর্ণভাবে পালিত

নিজস্ব প্রতিবেদক:
 বিএনপি ও জামায়াত শিবিরের বেশ কিছু নেতাকর্মীদের বাড়ীতে গত সোমবার রাতে পুলিশের ব্যাপক তল্লাশী ফয়েজ উদ্দিন নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের তৃতীয় দিন কানাইঘাটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকালের দিকে কিছু হরতাল সমর্থনকারী মোশাহীদ সেঁতুর বাই পাস সড়কে পুলিশের একটি পিকআপ লক্ষ্য করে কয়েকটি ঢিল ছুড়লে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় তারা। এছাড়া দুপুর ১২টার দিকে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং কালে শ্রমিকলীগকর্মী সেবুল আহমদ কে ব্যাপক মারধর করলে সে পুলিশের পিকআপে উঠে রক্ষা পায়। হরতালের সমর্থনে সাড়ে ১১টায় ১৮দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা নেতাকর্মীরা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখ পিকেটিং শেষে পৌর শহরে একটি মিছিল বের করে। মিছিল পরবর্তী পূর্ব বাজারে পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরীফুল হক, বিএনপি নেতা কাউন্সিলর রহিম উদ্দিন ভরশা, ডাঃ ইয়াকুব, নজরুল ইসলাম, মখলিছুর রহমান, উমর আলী, আব্দুল্লাহ, মনির, সুহেল, জমিয়ত নেতা মাওঃ এবাদুর রহমান, হেলাল আহমদ, খেলাফত মজলিস নেতা শিব্বির আহমদ, মিছবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ হাবিব আহমদ, মাওঃ আজির উদ্দিন, কৃষকদল নেতা ফারুক আহমদ, যুবদল নেতা আব্দুল মান্নান, মামুন রশীদ, সাইক আহমদ, সেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, মোহাম্মদ আলী, ফারুক আহমদ, রাশিদুল হাসান টিটু, শ্রমিকদল নেতা জাকারিয়া, এবাদুর রহমান, আবিদুর রহমান, উলামাদলের সভাপতি মাওঃ কুদরত উল্লাহ, মাওঃ নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা খছরুজ্জামান, রুহুল আমিন, আমিনুল ইসলাম, আব্দুল বাসিত, দেলোয়ার, কবির উদ্দিন, রাসেল চৌধুরী, তাজুল, রিয়াজ, বদরুল, সুহেল প্রমূখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়