Friday, October 4

ওবামার এশিয়া সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার তার পূর্ব নির্ধারিত এশিয়া সফর বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের অচল পরিস্থিতি সামাল দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়া সফরকালে ওবামার দুটি প্রধান সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ওবামা বালিতে অনুষ্ঠেয় এপেক ও ব্র“নাইয়ে অনুষ্ঠেয় পূর্ব এশিয়া সম্মেলনে অংশ গ্রহণ করছেন না।
বিবৃতিতে বলা হয়, সরকারের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামার ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের সফর বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট উদ্ভুত পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। রিপাবলিকানরা অবিলম্বে যেন ভোটের মাধ্যমে সরকারকে সচল করতে সম্মত হয় তিনি সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হোয়াইট হাউস জানায়, ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোকে তার এই সফর বাতিলের কথা জানান। বিবৃতিতে আরো বলা হয়, তিনি যুক্তরাষ্ট্র সরকারের চলমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে সম্মেলনে অংশ গ্রহণ করতে না পারায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন। হোয়াইট হাউস জানায়, ওবামা ব্র“নাইয়ের সুলতানের সাথেও টেলিফোনে আলাপ করেন। বিবৃতিতে বলা হয়, ওবামার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশেই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়