Tuesday, October 1

নির্বাচন বানচাল হলে দায় বিএনপির : সুরঞ্জিত

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল হলে এর দায়-দায়িত্ব প্রধান বিরোধী দল বিএনপিকেই নিতে হবে। তিনি বলেন, জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এর পর আর কোন কথা থাকতে পারে না।
তারপরও যদি বিরোধী দল সংসদে না আসে বা নির্বাচনকালীন সরকারের প্রস্তাব না দেয়, তাহলে নির্বাচন বানচালের জন্য তাদেরই (বিএনপি) দায়-দায়িত্ব নিতে হবে। প্রসঙ্গত, জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত’ রয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। খুলনায় বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি বক্তব্য রাখেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কী ধরনের সরকার হলে সব দলের জন্য সমতল ভূমি হবে তা সংসদে এসে বিএনপিকেই প্রস্তাব দিতে হবে।
তাই বিএনপি নেতাদের বলি আপনারা যা বলার সংসদে এসে বলুন।’ বেগম জিয়ার খুলনার সমাবেশে দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার ফেলে দিবেন এমন বক্তব্য এখন আর দরকার নেই। প্রধানমন্ত্রী যা বলেছেন তারপর আর কোন কথা থাকতে পারে না। আওয়ামী লীগ নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সম্মতভাবেই হবে। তিনি বিএনপি-জামাতের প্রতি সহিংস রাজনীতি পরিহার করে আইনের শাসনের রাজনীতিতে ফিরে আসা, গণতন্ত্র অনুসরণ এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়