Tuesday, October 1

কানাইঘাটে জমিয়তের সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী

নিজস্ব প্রতিবেদক:
 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহবায়ক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, দেশ আজ এক কঠিন সংকটের দিকে ধাবিত হচ্ছে। নব্বই ভাগ মুসলমানের দেশে ঈমান ইসলাম নিয়ে বেচেঁ থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশ এখন আস্তিক আর নাস্তিকে বিভক্ত। ক্ষমতাসীনদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা দেশের সীমান্ত আজ অরক্ষিত। ইসলামী আক্বিদা বিশ্বাস,তাহযিব তামাদ্দুন কিছুই নিরাপদ নয়। বিরোধী দলের তত্বাবধায়ক সরকারের দাবীর প্রতি একাত্বতা ঘোষণা করে আল্লামা কাসেমী বলেন আরো বলেন, বিশ্বের কুফুরী শক্তির টার্গেটে পরিনত হয়েছে বাংলাদেশ। কওমী মাদ্রাসা শিক্ষা ধারাকে ধ্বংসের জন্য সরকার পায়তারা করছে। শাপলা চত্বরে আলেম সমাজের রক্ত  কখনো বৃথা যেতে পারেনা । মুফতি ওয়াক্কাসের মতো দেশ বরেণ্য আলেমে দ্বীনকে কারাগারে রিমান্ডের নামে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন চালানো হচ্ছে। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালেটের মাধ্যমে এসব যুলুম নির্যাতনের জবাব দিতে সকল,দেশপ্রেমিক মানুষকে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আজ মঙ্গলবার বিকেল ২ টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জমিয়ত মহাসচিব মুফতি ওয়াক্কাসের নি:শর্ত মুক্তি,তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী ও বৃহত্তর জৈন্তায় গ্যাস সরবরাহ ও সংযোগের দাবীতে আয়োজিত  সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট-৫ আসনে ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। কানাইঘাট পৌর জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সেক্রেটারী মুফতি ইবাদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা নজির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, ১৮ দলীয় জোট ইউরোপের সমন্বয়কারী মাওলানা শুয়াইব আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট মহানগর জমিয়তের যুগ্মসম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, শায়খুল হাদীস মাওলানা জামিল বিন মুশাহিদ বায়মপুরী ,কানাইঘাট পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক, উপজেলা খেলাফত মজলিস এর সেক্রেটারী শহিদুল ইসলাম, জমিয়ত নেতা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা ফারুক আহমদ মাওলানা আখতারুজ্জামান প্রমূখ। সমাবেশের শুরুর পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জমিয়তে উলামা ইসলামের নেতাকর্মীরা অসংখ্য মিছিল নিয়ে সভায় মিলিত হন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়