Tuesday, September 10

বৃহত্তর জৈন্তায় বৃহস্পতিবার হরতালের সমর্থনে কানাইঘাটে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 বৃহত্তর জৈন্তায় সর্বত্র সংযোগসহ গ্যাস সরবরাহ এবং মহাল সামিল জলকরের গ্রামবাসীদের ভোগ দখল অধিকার পুনর্বহালের দাবীতে আগামী বৃহস্পতিবার জৈন্তা জনদাবী পরিষদের ডাকে বৃহত্তর জৈন্তায় সকাল-সন্ধ্যা হরতাল সফলের দাবীতে কানাইঘাট বাজারে হরতালের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও মাওঃ জামাল উদ্দিনের পরিচালনায় আজ মঙ্গলবার বিকাল ৫ টায় কানাইঘাট উত্তর বাজারে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জৈন্তা জনদাবী পরিষদের অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাদ উদ্দিন রব্বানী, ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, আব্দুল হেকিম, ইসলাম উদ্দিন মেম্বার, শ্রমিক নেতা ফিরোজ মিয়া, ছাত্রনেতা হারুন রশিদ, রশিদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন-সিলেটের জৈন্তাপুর হরিপুরের প্রাকৃতিক গ্যাস বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সংযোগ সরবরাহ করা হলেও বৃহত্তর জৈন্তার মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জনপ্রত্যাশা গ্যাস সংযোগ ও অন্যান্য দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়