যশোর: যশোর ডিবি পুলিশ মোবাইল কোম্পানির রবির যশোর ডিলার অফিসে অভিযান চালিয়ে এক হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র, একই লোকের শতাধিক ছবি, একটি ল্যাপটপ ও তিনটি কম্পিউটার উদ্ধার করেছে।
যশোর শহরের জেস টাওয়ারের সামনে শফিউল্লাহ কমপ্লেক্সের মোবাইল প্লাজায় রবির ডিলার অফিসে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার নেতৃত্বে একদল পুলিশ হানা দেয়। এসময় পুলিশ এক হাজারের বেশি ভুয়া জাতীয় পরিচয় পত্র, একই লোকের শতাধিক ছবি উদ্ধার করে। পুলিশ ওই ডিলার অফিসের একটি ল্যাপটপ ও তিনটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করে। অফিসটিতে সিল করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ডিলার অফিসের চার কর্মচারীকে আটক করে। আটকরা হলো, ম্যানেজার ফিরোজ, কর্মচারী দুরন্ত, কৃষ্ণ ও ইকরাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিলার জাকির হোসেন পলাশ পালিয়ে যান। ---ডিনিউজ
যশোর শহরের জেস টাওয়ারের সামনে শফিউল্লাহ কমপ্লেক্সের মোবাইল প্লাজায় রবির ডিলার অফিসে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার নেতৃত্বে একদল পুলিশ হানা দেয়। এসময় পুলিশ এক হাজারের বেশি ভুয়া জাতীয় পরিচয় পত্র, একই লোকের শতাধিক ছবি উদ্ধার করে। পুলিশ ওই ডিলার অফিসের একটি ল্যাপটপ ও তিনটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করে। অফিসটিতে সিল করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ডিলার অফিসের চার কর্মচারীকে আটক করে। আটকরা হলো, ম্যানেজার ফিরোজ, কর্মচারী দুরন্ত, কৃষ্ণ ও ইকরাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিলার জাকির হোসেন পলাশ পালিয়ে যান। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়