Sunday, September 1

লালমনিরহাটে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাট: লালমনিরহাট জেলা বিএনপি’র আয়োজনে জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার বিকেলে পালিত হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাট রেলওয়ে শ্রমিক দল কার্যালয় হতে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এখনও সময় আছে নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। যদি একতরফা প্রহশনের নির্বাচনের আয়োজন করেন তাহলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। আর এ আগুন নেভানোর মতো ক্ষমতা আপনার এবং আপনার দলের কোন নেতার থাকবে না। তিনি আরও বলেন, এই স্বৈরাচার, জালিম, হামলাবাজ, মামলাবাজ আ’লীগ সরকারের পতন ঘটানোর জন্য বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়া আগামী ১৫ সেপ্টেম্বর রংপুর বিভাগ সফর ও জনসভা করবেন। সেইদিন সেখানে উপস্থিত হয়ে জনসভা সফল করার জন্য বিএনপি’র অংগ সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড ফজলুল হক সরকার, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন. সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছসহ সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎসজিবি দলের নেতৃবৃন্দ। এর আগে দলের হাজার হাজার নেতাকর্মীরা বেলা ১২ টার পর হতে বিভিন্ন বাদ্য যন্ত্র বাজাতে বাজাতে জেলা শ্রমিক দল অফিসে জড়ো হতে থাকে। বেলা ৩ টার মধ্যে রেল ষ্টেশন হতে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ পর্যন্ত লোকে লোকারন্য হয়ে যায়। বিকেল ৫টায় জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জেলা শ্রমিক দল অফিসে পৌছে র‌্যালীর শুভ উদ্বোধন করেন। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়