Friday, September 20

ডিসেম্বরে পদ্মার তীর সংরক্ষণের কাজ শুরু : ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ : পদ্মার তীর সংরক্ষণের জন্য আগামী ডিসেম্বরে মধ্য মেয়াদী প্রকল্পের কাজ শুরু হবে বলে জানালেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকার পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নদী শাসনের জন্য সাতশ’ মিটার দীর্ঘ ৩২০ কোটি টাকা ব্যয়ে মধ্য মেয়াদী প্রকল্পের কাজের বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু বিভাগ। এছাড়া জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধে সেতু বিভাগের অর্থায়নে কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড।

তিনি বলেন, তিন কিলোমিটার নদী শাসনের জন্য পদ্মা সেতু প্রকল্পে দীর্ঘ মেয়াদী প্রকল্প রয়েছে যা সম্প্রতি সাত হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পের সকল টেন্ডার আহ্বান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অনুরোধে টেন্ডার চূড়ান্ত করার সময় আরো দু’মাস বৃদ্ধি করা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়