ডেস্ক রিপোর্ট: ইরাকের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সুলাইমানির বন্দিশিবিরে আটক রয়েছেন ৭৯ বাংলাদেশি। ইরাকে অনুপ্রবেশের অভিযোগে বিনা বিচারে মাসাধিকাল ধরে তারা সেখানে আটক রয়েছেন। বৃহস্পতিবার কুর্দিস্তানের স্থানীয় ইংরেজি অনলাইন সংবাদমাধ্যম রুদাওয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আটক বাংলাদেশিরা আশঙ্কা করছেন, তাদের ইরানে পাঠানো হতে পারে। তবে কারাপ্রধান হিয়া শেখ আলী বলেছেন, আটক ব্যক্তিদের সবাইকে দেশে পাঠানোর ব্যাপারে আদালতের আদেশের অপেক্ষায় আছি।
আমরা তাদের থাকা-খাওয়ার প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছি। কুর্দিস্তানের স্থানীয় ইংরেজি অনলাইন সংবাদমাধ্যম রুদাও তাদের প্রতিবেদনে আটক ৩ বাংলাদেশির বক্তব্য প্রকাশ করেছে। ওই ৩ বাংলাদেশি হলেন- আমজাদ আলী, মুহাম্মদ আতিক ও শামসু মিয়া। আমজাদ আলী জানান, ৮ মাস ধরে তারা আটক রয়েছেন। তিনি বলেন, বাড়ি বিক্রি করে এখানে এসেছি টাকা কামানোর আশায়। তিনি বলেন, প্রতিদিনই তারা আদালতে পাঠানোর কথা বলে, কিন্তু পাঠায় না। এখন শুনছি আমাদের ইরান পাঠানোর চিন্তা করছে তারা। এদিকে সুলাইমানি পুলিশ জানিয়েছে, তারা এ পর্যন্ত ১৮০ জন বাংলাদেশিকে আটক করেছে। তাদের অধিকাংশকেই দেশে পাঠানো হয়েছে। কেউ আবার বিভিন্ন কোম্পানিতে কাজ নিয়ে ওই দেশে থাকার সুযোগ পেয়েছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়