Wednesday, September 25

কুমিল্লায় ককটেল পাটিয়ে স্বর্ণ দোকান লুট,আটক ৬

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল পাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম বাজারের শ্রী দূর্গা জুয়েলারী দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের ম্যানেজারসহ অন্তত ৫ জন আহত হয়েছে।   ঘটনার পর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১৫/১৬ জন মুখোশ পরিহিত দূর্বৃত্তদল হঠাৎ ২০/২৫টি ককটেল বিস্ফোরণ করলে চৌদ্দগ্রাম বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে দোকান-পাট বন্ধ হয়ে যায়। এসময় তারা শ্রী দূর্গা জুয়েলারী দোকানে থাকা প্রায় কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসিদের ককটেল ও চুরিকাঘাতে দোকানের ম্যানাজার বাপ্পি ও পাশ্ববর্তী মাছ ব্যবসায়ী এয়াকুবসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল আসে।


এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে বাজারের ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মাহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে।  পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এদিকে জুয়েলারী দোকান লুটের ঘটনার পর থেকে উপজেলার বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৬ জনকে আটক  করে। তবে আটককৃত দের নাম জানায়নি পুলিশ।


জানতে চাইলে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া জানান, জুয়েলারী দোকানে ভাঙচুর ও লুটের ঘটনায় ৬ জনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়