Friday, September 20

বিএনপির তথাকথিত যুদ্ধ করার শক্তি নেই: স্বারাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর : বিরোধীদল আগামী ২৪ অক্টোবরের পর লাগাতার আন্দোলনের হুমকি দিলেও তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, আমাদের মোকাবেলা করার কোনো প্রয়োজন নেই। তাদের এ ধরনের তথাকথিত যুদ্ধ করার মতো শক্তি আছে বলে আমরা মনে করি না।

শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা এ কথা বলেন তিনি।

সংবিধান অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও স্বাভাবিক সময়ের মতো কর্তৃত্ব থাকবে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সংসদ বহাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আগামী নির্বাচনে ভোট চেয়ে বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন, বিএনপি-জামাতের মিথ্যাচারের জবাব দিন।

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়