পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী ইমরান (৩০) গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের সূত্রে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ শুক্রবার সকাল ৮টার সময় তাদের নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমরান ঈশ্বরদী রেল বস্তি এলাকার আমেনা খাতুনের ছেলে এবং নিহত আলো খাতুন (১৯) একই এলাকার আলমের মেয়ে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কুমার দাশ জানান, গত ৬ মাস আগে প্রেম করে বিয়ে করে তারা।
দাম্পত্য জীবনে অভাবের তারনায় তাদের মধ্যে প্রায়ই বাগবিতন্ডা হতো। ঘটনার দিন আজ শুক্রবার সকালে ওই বস্তির লোকজন তাদের ঘুম থেকে উঠতে দেরী দেখে অনেক ডাকাডাকির পরও না উঠলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দড়জা ভেঙ্গে ভেতরে ঢুকে জবাই করা অবস্থায় স্ত্রী আলো খাতুন এবং গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামী ইমরানের মৃতদেহ লাশ উদ্ধার করে। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।----ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়