Wednesday, September 25

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু

ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের অনার্স প্রথমবর্ষের পরীক্ষা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হবে। সারাদেশে ৪১৭টি কলেজের ১৬৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৯ হাজার ৭৭৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৯ এবং ফ্যাঙ নম্বর-৯২৯১০৪৪। সংশ্লিষ্ট সবাইকে যেকোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শক টিম পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়