ঢাকা: ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ সালেম বাসিন্দাভা হত্যা প্রচেষ্টা থেকে অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন। রাজধানী সানা থেকে দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
শনিবার শেষ বেলায় সানায় নিজ দফতর থেকে বাসভবনে ফেরার পথে বন্দুকধারীরা একটি গাড়ি থেকে প্রধানমন্ত্রী সালেমের গাড়ির বহরের ওপর গুলিবর্ষণ করে। সালেমের একজন উপদেষ্টা এ খবর দিয়েছেন। সালেমের ওপর হামলার কাজে ব্যবহৃত গাড়িটি নিরাপত্তা বাহিনী খুঁজে বের করার চেষ্টা করছে।
এর আগে সালেমের মন্ত্রিসভার অন্যান্য সদস্যের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা চালানো হলেও এই প্রথম প্রধানমন্ত্রী সালেমকে হত্যার প্রচেষ্টা চালানো হলো।
ইয়েমেনের সাবেক স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ গণ-আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হওয়ার পর বিরোধী রাজনৈতিক জোটের প্রবীণ নেতা বাসিন্দাভাকে ২০১১ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়