Sunday, September 1

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় চ্যালেঞ্জের মুখে : ওবায়দুল কাদের

ফেনী: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় চ্যালেঞ্জের মুখে। নির্বাচনের হাওয়া কখন কোনদিকে বাঁক নেয় কেউ জানে না। 

আজ রোববার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তি কিংবা মনোনয়ন প্রত্যাশী কেউ আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না। তিনি
দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেছেন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ মুহূর্ত থেকে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ুন। মানুষের মন জয় করার চেষ্টা করুন। 

মন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরের সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। নির্বাচনে তৃনমূল থেকে জনবিচ্ছিন্ন কোনো লোককে মনোনয়ন দেয়া হবে না। তৃনমূলের ভোটের মাধ্যমে মনোনয়ন দেয়া হবে। 

ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদষ্টো ও সাংবাদিক নেতা ইকবাল সোবহানে চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলার ৬ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়