Wednesday, September 4

বাহরাইনে অপহরণকারীদের কবল থেকে বাংলাদেশী উদ্ধার


ঢাকা: বাহরাইনের সালমাবাদে এক বাংলাদেশীকে অপহরণের দায়ে পুলিশ ৭ ব্যক্তিকে আটক করেছে। অপহৃত ওই বাংলাদেশীর নাম ফয়েজ ইসলাম। তার বাড়ি কুমিল্লায়। বাহরাইন পুলিশ তাকে উদ্ধার করেছে। এ সময় তিনি পুলিশকে জানান, অপহরণকারীদের তিনি চেনেন না। তবে তারা বাংলাদেশী।  

এ খবর দিয়েছে গালফ ডেইলি নিউজ। ফয়েজ ইসলামকে গত ২১শে আগস্ট রাত ৯টায় অপহরণ করা হয়। এর পরদিন ওই এলাকা ঘেরাও করে পুলিশ বিকাল ৪টায় ২৯ বছর বয়সী ফয়েজকে উদ্ধার করে। এ সময় তিনি বলেন, তিনি এখন এতটাই ভীত যে এখন আর কোন কাজে ফিরতে পারছেন না। তিনি আরও বলেছেন, ইসা টাউনে একটি কোল্ড স্টোরে নিয়োজিত ছিলেন তিনি। ওই ঘটনার পর আমি ভীষণ ভীতিতে আছি। এতটাই ভয়ে আছি যে আমি কাজে যেতে পারছি না। ঘুমাতে পারছেন না। আমাকে নিয়োগদাতারা বলছেন কাজে ফিরতে। কিন্তু আমি তা পারছি না।

 পরিবারের জন্য আরও কিছু অর্থ উপার্জন পর্যন্ত বাহরাইনে থাকব। দেশে রয়েছে তার তিন বছর বয়সী এক মেয়ে ও স্ত্রী। তিনি বলেন, অপহরণকারীরা তার কাছে ৮০০ টাকা দাবি করে। কিন্তু কেন তা বলেনি। পুলিশও বলেছে, তাকে উদ্ধারের আগে তাদের কাছেও মুক্তিপণ চাওয়া হয়েছিল।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়