ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) একটি মেরুদণ্ডহীন সংগঠন। তারা নিরপেক্ষভাবে কোনো কাজ করতে পারছে না।’
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ষড়যন্ত্রের রাজনীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ইউথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
ইসির সমালোচনা করে মওদুদ বলেন, ‘ইসি সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। মেরুদণ্ডহীন একটি সংগঠনে পরিণত হয়েছে স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্যই সংবিধান। যদি সংবিধান পরিবর্তন করা না হয় তবে জনগণের আশা আকাঙ্খা পূরণ হবে না। জনগণের স্বার্থেই সংবিধান সংশোধন করতে হবে।’
তিনি বলেন, ‘সংবিধান কুরআন নয়, বাইবেলও নয়। এটা মানুষের লেখা। মানুষ প্রয়োজনে এটা পরিবর্তন করে। চলমান সঙ্কট নিরসনে সংবিধান সংশোধন করা প্রয়োজন।’
সরকার সংবিধান সংশোধন না করলেও আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেন মওদুদ।
আয়োজক সংগঠনের সভাপতি মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. এজেড জাইদুর রহমান, হায়দার আহাম্মদ খাঁন ও জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য দেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়