মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়ন ও নড়াইলের লোহাগড়ার নলদি ইউনিয়নের সীমান্তে বুধবার সকালে ওহিদুল বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ওই হত্যাকান্ড ঘটে বলে জানাগেছে। নিহত ওহিদুল ওই সীমান্তবর্তী মশাখালী গ্রামের ওহাব বিশ্বাসের ছেলে।
সুত্র জানায়, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ঘটনার দিন সকালে সীমান্তবর্তী মাহাবুব মোল্যা গ্রুপের সমর্থকরা তৌহিদ মোল্যা গ্রুপের ওহিদুল বিশ্বাসের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। মুমূর্ষু অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: বলে ঘোষণা করেন।
মহম্মদপুরের নহাটা ক্যাম্প ইনচার্জ এস আই গৌতম ঠাকুর বলেন, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার গ্রাম মশাখালীর কিছু অংশ আমাদের উপজেলার মধ্যে এবং কিছু অংশ পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলা মধ্যে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল নড়াইলের লোহাগড়ার মধ্যে। যেহেতু দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হত্যাকান্ডটি ঘটেছে সেহেতু সহিংসতা যাতে আমাদের এলাকার মধ্যে চলে না আসে সে জন্যে পুলিশ মোতায়ন করা হয়েছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
অপরাধ বার্তা
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়