Friday, September 20

আমতলীতে গুটি ইউরিয়া প্রয়োগে শস্য কর্তনও মাঠ দিবস

আমতলী (বরগুনা)  প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার খুড়িয়াখেয়াঘাট বাজার সলগ্ন দক্ষিন আমতলী গ্রামে আমতলী ব্লকে বৃহস্পতিবার বিকালে  আই, এফ, ডিসির আয়োজনে ইউ ,এস ,আইডির আর্থিক সহযোগিতায় গুটি ইউরিয়া প্রয়োগে প্রযুক্তি শস্য কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠান প্রবিন কৃষক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  আপি প্রকল্পের ট্রেনিং অফিসার আল মোবাশ্বের হোসেন,বক্তব্য রাখেন  উপ সহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়,কৃষক আ. রাজ্জাক, মামুন বয়াতী, মোতাহার উদ্দিন বয়াতী,আই এফ ডিসির আপি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা শারমিন  অক্তার, মো. লোকমান হোসেন,গুটি ইউরিয়া প্রয়োগের ফলে হেক্টর গুটি ইউরিয়া ব্যবহারিত ব্লকে ৪.৯৫ মে.টন এবং গুরা ইউরিয়া ব্যবহারিত ব্লকে ৪.২৫ মে:টন করে ধান হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়