Monday, September 9

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, রমনা থানায় জিডি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ূন কবির মিজি। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাকেও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।

আর এ হুমকির বিষয় নিয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিজি।

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার মিথ্যাচার বক্তব্যেরে প্রতিবাদে নৌকা সমর্থক গোষ্ঠী এক আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভা চলাকালীন সময়ে সংগঠনের সভাপতি হুমায়ূন কবির মিজির মোবাইল ফোনে দুটি রবি নম্বর (০১৮৩৭৭১৮৯৭৯) ও (০১৮৩৩৪২১০৪৯) থেকে তাকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও গালগালি করা হয়েছে বলে দাবি করেন মিজি।

এ বিষয়ে কে হুমায়ূন কবির মিজি বলেন, ‘দুপুর ১২টার দিকে তার মোবাইল ফোনে এই দুটি নম্বর থেকে কয়েকবার ফোন আসে। তিনি ফোন রিসিভ করলে অপর পাশ থেকে তাকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও গালাগালি করা হয়।’--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়