Sunday, September 22

কানাইঘাটের সুরইঘাট বাজারে সংঘর্ষ আহত ১০

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে গত শুক্রবার রাতে সুপারী ব্যবসায়ী কর্তৃক এক শ্রমিককে মারধরের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় বাজারের বেশকিছু দোকান পাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সোনাতনপুঞ্জি গ্রামের সুপারী ব্যবসায়ী ফয়েজ আহমদের সাথে বাউর ভাগ ২য় খন্ড গ্রামের হেলাল আহমদের সুপারী বহনের টাকা লেনদেন নিয়ে বাজারের হারুন আহমদের চায়ের দোকানে শুক্রবার রাত ৮ টার দিকে হাতাহাতি হয়। এক পর্যায়ে এ নিয়ে বাজারে দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দুই গ্রামের মুরুববীদের নিয়ে বাজারে বৈঠকে বসেন । বৈঠকে বসা অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে পুনরায় বাজারে দুই গ্রামের লোকজন লাঠি-সোটা, ইট- পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের সময় বাজারের হারুন রশিদ ও আশিক আহমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দু’টি হিউম্যান হলার ভাংচুর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল মালিক, রহিম উদ্দিন ও আব্দুল কাদিরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়