Monday, September 9

সরকারের একগুয়েমির কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে: ফখরুল


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের একগুয়েমির কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণতান্ত্রিক নেতৃবৃন্দ চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

কিন্তু সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে বিরোধী দলকে উসকে দিচ্ছে। আজ সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সংলাপে বসতে দুই দলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি সমঝোতার মাধ্যমে চলমান সংকটের সমাধান চায়। কিন্তু সরকারই বিরোধী দলকে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে উসকে দিচ্ছে। নির্দলীয় সরকার নিয়ে বিএনপি আলোচনায় বসতে রাজি বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

 এ সময় মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, সুলতানা আহম্মেদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়