যশোর:যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় ইস্যুতে জামায়াতে ইসলামী বাংলাদেশের ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের শেষ দিন গতকাল বৃহস্পতিবার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। হরতালের পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে জেলা ও উপজেলা গুলিতে। সকাল থেকে হরতালে জামায়াতের তেমন উল্লেখযোগ্য কোন নেতাকর্মীকে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। তাই সকাল থেকে ছোট খাটো সব যান বাহন চলাচল করতে দেখা গেছে। দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সরকারী আধা সরকারী ও শায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে অন্যান্য দিনের ন্যায় কাজ কর্ম হয়েছে অনেক কম। লোজ জনের উপস্থিতি ছিল অপ্রতুল। বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা বা শুনা যায়নি। পুলিশ মোতায়েন থাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোর শহরের বড় বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। পিকেটিংয়ের অভিযোগে কেউ আটক হয়নি বলে ডিউটি অফিসার এএসআই শারমিন জানিয়েছেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়