Tuesday, September 10

গুয়াতেমালায় বাস খাদে ,নিহত ৪৩


ঢাকা: গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৪৩ জন নিহত হয়। আহত হয় আরো ৪০ জন।
 
রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৬৪ কিলোমিটার পশ্চিমের সান মার্টিন জিলোটেপেকিউ নামক পৌর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দমকল বিভাগের মুখপাত্র সিসিলিও চাকাজ জানান, বাসটি অঞ্চলের পাহাড়ি সড়ক থেকে ৭০ কিলোমিটার নিচে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে গুয়াতেমালার দমকল বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।এর যাত্রী ধারণ ক্ষমতা ৫৪ হলেও এতে প্রায় ৯০ জন যাত্রী ছিল।
 
মুখপাত্র সিসিলিও চাকাজ সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলেই ৪০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো তিন জন।’ আহত কয়েকজনকে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
বাসটি পশ্চিমাঞ্চলীয় চিমালটেনানগো প্রদেশ থেকে সান মার্টিন জিলোটেপেকিউিতে যাচ্ছিলো।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়