Wednesday, September 18

কাদের মোল্লার ফাঁসির রায় মেনে নিতে খালেদাকে আহ্বান ইনুর

ঢাকা : মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের কাদের মোল্লাকে দেয়া ফাঁসির রায় মেনে নিতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বুধবার নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
 
তথ্যমন্ত্রী বলেন, "আমি যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় মেনে নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানাচ্ছি; আহ্বান জানাচ্ছি- যুদ্ধাপরাধী এবং তেঁতুল হুজুরের পক্ষ থেকে সরে আসতেও।"
 
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষনেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
 
এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ৭ মাসেরও বেশি সময় পর মঙ্গলবার কাদের মোল্লার সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকার মিরপুরে বাঙালি নিধনে ভূমিকার জন্য 'কসাই কাদের' নামে পরিচিত কাদের মোল্লার রায়টি মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের প্রথম রায়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়