রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার নোহা আইসক্রীম কারখানায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে মমিদুল ইসলাম নামের কারখানার মালিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এদিকে একই সময় কাশিয়াডাঙ্গা এলাকার একটি তেলের মিল সিলগালা করে দেয়া হয়েছে। সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই নগরীতে ভেজাল বিরোধী অভিযান শুরু করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির জানান, লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরীর অভিযোগে নোহা নামের এক কারখানায় অভিযান চালানো হয়। আদালতে ওই কারখানার মালিক মমিদুল ইসলামকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে। একই সময় অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে একটি তেলের মিল সিলগালা করা হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়