রংপুর: নেশার টাকা না দেয়ায় রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১০টায় রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের যুগিপাড়ায় সালমা বেগমকে (২১) তার স্বামী মাহমুদ আলী কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। সালমা স্থানীয় আরএফএলর স্থানীয় একটি শাখায় চাকরি করতেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী বলেন, রাত ১০টায় কাজ শেষে ফেরার পাথে বাড়ির সামনে স্বামী মাহমুদ আলী তাকে আটক করে নেশা খাওয়ার টাকা চায়। টাকা না দেয়ায় তাকে ছোরা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সালমা।
নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, মাহমুদ নিয়মিত হেরোইন, গাজা সেবন করে। সংসার চালাতে গিয়ে সালমাকে আরএফএল কো¤পানিতে কাজ করতে হয়। নেশার টাকা না দিলে সালমাকে মারধর করতো। চার বছর আগে বিয়ে হয় সালমার। তার তিন বছর বয়সের একটি মেয়ে রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাহমুদকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলার প্রক্রিয়াও চলছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়