নরসিংদী: মাদকমুক্ত সমাজ গড়া ও যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা কল্পে দুই তরুণ বন্ধু ৪মাস পূর্বে সাইকেল যোগে দেশ পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এপর্যন্ত ৪৮টি জেলা পরিভ্রমণ শেষে মঙ্গলবার (১০সেপ্টেম্বর) ৪৯তম জেলা নরসিংদীতে পৌছেন।
চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাবনা জেলা সদর দিলালপুরের নারায়ণ মালাকারে পুত্র রামপ্রসাদ মালাকার ওরফে নয়ন ও রবীন্দ্র নাথ সরকারের পুত্র ছোটন সরকার এই দুই বন্ধু দেশের ৬৪ টি জেলা পরিভ্রমনের উদ্দেশ্যে গত ১মে পাবনা থেকে সাইকেল যোগে যাত্রা শুরু করে। নরসিংদী জেলা সদরে পৌছে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোসাম্মৎ সুরাইয়া বেগমের সাথে সাক্ষাত করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগম তাদের সার্বিক সফলতা কামনা করেন। তারা দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাক্ষাত করে তাদের পরিভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। পরে তারা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়