ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই।
রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বইমেলার আয়োজন করা হয়।
তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই বলেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।
মোশাররফ বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশের রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি সকলেই উদ্বিগ্ন। জাতিসংঘের মহাসচিব সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর সভাপত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ
রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বইমেলার আয়োজন করা হয়।
তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই বলেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।
মোশাররফ বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশের রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি সকলেই উদ্বিগ্ন। জাতিসংঘের মহাসচিব সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর সভাপত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়