Saturday, September 28

কানাইঘাটে ছাত্রদলের প্রস্তুতি সভা

নিজস্ প্রতিবেদক:
 আগামী ৫ অক্টোবর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সিলেটের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ শনিবার বেলা ১টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি খসরুজ্জামান পারভেজের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় বেগম খালেদা জিয়ার সমাবেশকে সফল করার জন্য উপজেলার প্রতিটি বাজার এবং কলেজ পর্যায়ে ছাত্রদলের উদ্যোগে প্রচার মিছিল, গণসংযোগের কর্মসূচি হাতে নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, থানা ছাত্রদল নেতা রুহুল আমিন বাবলু, দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা এইচ এম রানা, আব্দুল কুদ্দুস, আফজাল, রুহুল, তোফায়েল, সুহেল আহমদ, রাসেল, মিছবাহ, বিপি সিং প্রমুখ। এছাড়া বেগম খালেদা জিয়ার জনসমাবেশ কে সফল করার জন্য কানাইঘাট উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, উলামা দল, ছাত্রদল ও জাসাস অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়