Monday, September 9

কিশোরগঞ্জ জিডি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন


কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজকে (জিডি কলেজ) পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজ পড়চয়া সাধারণ ছাত্রছাত্রীরা ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন অব্যাহত রেখেছে।  সোমবারও সকাল ১১ টার দিকে ঐক্য পরিষদ কলেজ ক্যাম্পাসে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে। ঐক্য পরিষদের আহবায়ক শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে মানববন্ধনে ৫শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রানা, সদস্য ওমর ফারুক, জোসেফ, মোবারক, নাজমুল, আয়েশা আক্তার, লিজা আক্তার প্রমুখ।
বক্তাগণ গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে ঐতিহ্য তুলে ধরে দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এ লক্ষে কাল মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচী পালন করবেন বলে জানান। 
উল্লেখ্য, একই দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা  সোমবার থেকে স্বাক্ষরতা অভিযান শুরু করে। এর আগে তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ একাধিক সমাবেশ করে।   ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়