ঢাকা: ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ভি.কে. সিং বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কয়েকজন মন্ত্রীকে নয়দিল্লি তহবিল যুগিয়েছে।
দি হিন্দু পত্রিকাকে তিনি বলেছেন, তার নির্দেশে গঠিত একটি গোপন গোয়েন্দা ইউনিট জম্মু-কাশ্মিরের কৃষিমন্ত্রী গুলাম হাসান মিরসহ আরো কয়েকজন রাজনীতিবিদকে এক কোটি ১৯ লাখ টাকা দিয়েছেন। ‘সমাজসেবামূলক’ কাজ করার জন্য এ অর্থ দেয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে জেনারেল সিং আরেক বক্তব্যে বলেছিলেন, ভারত স্বাধীন হওয়ার পর থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে জম্মু-কাশ্মিরের সুনির্দিষ্ট কিছু মন্ত্রীকে তহবিল সরবরাহ করা হয়ে আসছে। কাশ্মিরের ‘স্থিতিশীলতা’ ধরে রাখার স্বার্থে এ কাজ করেছে ভারতের সেনাবাহিনী।
এদিকে কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহ জেনারেল সিংয়ের এ বক্তব্যের ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতিবিদদের সঙ্গে এ ধরনের কোন গোপন সম্পর্ক সেনাবাহিনীর থাকা উচিত নয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়