Sunday, September 8

খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৭ পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল


খুলনা: খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব ৭ পাটকলের শ্রমিকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে। পাওনা মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে তারা রবিবার  সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেছে।
মিছিলটি শিল্পনগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব স্ব মিলে এসে এই মিছিল শেষ হয়। শ্রমিকদের এ আন্দোলনের ফলে সকল পাটকলের উৎপাদনে বিঘœ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের বর্ধিত হারে শ্রমিকদের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের জন্য চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে প্রদানের প্রতিশ্র“তি দেয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজিএমসি)। নির্ধারিত তারিখে বিজেএমসি সেই অর্থ শ্রমিকদের পরিশোধ করতে ব্যর্থ হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মিল এলাকায়।
এ পরিস্থিতিতে খুলনাস্থ খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল , স্টার জুট মিল, আটরা শিল্পাঞ্চল এলাকার আলিম জুট মিল, ইস্টার্ন জুটমিল এবং যশোর শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের এই কর্মসুচী পালিত হয়েছে ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়