ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় বুধবার সকালে বেমালিয়া নদীতে নৌকা ডুবিতে ফারজানা আক্তার-(১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, সকালে ১৪০জন শিক্ষার্থী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা উপজেলার মহিষবেড় থেকে কুন্ডা আসার পথে সকাল পৌনে ১০টায় উপজেলার শ্রীরামপুর পৌছুলে, আকষ্মিক নৌকাটির তলা ফেটে ডুবে যায়। এসময় সকল শিক্ষার্থী সাতরে তীরে উঠতে পারলেও কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার পানিতে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফারজানা আক্তার উপজেলার মহিষবেড় গ্রামের সাঈদ মিয়ার কন্যা। নৌকায় থাকা ১৪০ শিক্ষার্থীর সবাই কুন্ডা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন শিক্ষার্থী মারা গেছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসী দূর্ঘটনার স্থল পরিদর্শন করেছেন। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়