Sunday, September 8

সরকার গণতন্ত্র বিশ্বাস করে না : মওদুদ

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার বাকশালী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারে তারা কখনো গণতন্ত্র বিশ্বাস করে না। সংবিধান সংশোধন করে দেশকে সংঘাতে দিকে ঠেলে দিয়েছে।

শনিবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে বর্তমান রাজনীতিক সঙ্কটে আমাদের করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ বহাল রেখে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোনো সুস্থ রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নেবে না। 

মওদুদ বলেন, সংবিধান সংশোধন করুক আর নাই করুক বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। সংসদ বহাল রেখে দেশে কোনো নির্বাচন হবে না। 

তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না, জনগণের জোয়ারের মুখে রক্ষা পবেন না। জনগণের দাবিকে উপেক্ষা করে যদি সংবিধানের কথা বলেন তা দেশের মানুষ মানবে না। সংবিধান জনগণের ঊর্ধ্বে হতে পারে না, জনগণের জন্যই সংবিধান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়