Sunday, September 8

রাজশাহীতে শতাধিক ভারতীয় গরু-মহিষ আটক বিজিবির


রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১১১টি গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭-ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার মধ্যরাতে পুঠিয়ার বেলপুকুর এলাকা থেকে রাজশাহী বিজিবি ৩৭-ব্যাটালিয়নের একটি দল এসব আটক করে। রোববার বিকেল তিনটার দিকে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সোলাইমান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শনিবার মধ্যরাতে পুঠিয়ার বেলপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯৪টি গরু ও ১৭টি মহিষ জব্দ করা হয়। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু-মহিষগুলো অবৈধ উপায়ে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। রাজশাহী মহানগরীর সিটি হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। ওই অভিযানে তিনি নিজেই নেতৃত্ব দেন বলে জানান। আটক গরু-মহিষগুলো বর্তমানে কাস্টমসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর সোলাইমান তালুকদার।    ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়