Monday, September 23

দুদক থেকে ভুয়া নারী কর্মকর্তা আটক

ঢাকা : দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে পাপিয়া আক্তার (৪৫) নামে এক ভুয়া নারী কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

সোমবার বেলা ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির জ্যেষ্ঠ উপ-পরিচালক জয়নুল আবেদিন শিবলী ও আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে একটি টিম ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী এ নারীকে আটক করে। 

দুদক সূত্রে জানা যায়, এ নারী দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন জায়গায় দুদকের ঊর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি উত্তরার মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৩লক্ষ টাকা চাঁদাও দাবি করছেন। চাঁদা না দিলে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিশ পাঠানোসহ বিটিভিতে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে বলেও ভয় দেখানো হয়।

এদিকে ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ‘কেবল এ নারী নয়, তার সঙ্গে মতিয়ার রহমান নামেও একজন আছেন। যিনি নিজেকে বিটিভির সিনিয়র রিপোর্টার (অনুষ্ঠান) বলে দাবি করেছেন। অথচ বিটিভিতে একাধিকবার যোগাযোগ করেও এ নামে কোনো রিপোর্টারের সন্ধান আমরা পাইনি। এ নারী অনেকদিন ধরে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। এ চাঁদা না দিলে দুদকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখান তিনি।’

দুদকের এক কর্মকর্তা জানান, এ নারী একজন প্রতারক বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে এমনটি ধারণা করা হচ্ছে। আমরা তাকে রমনা থানায় হস্তান্তর করেছি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়