Wednesday, September 4

যুক্তরাজ্যে বাংলাদেশী শিক্ষার্থী জুলেখা জামান সন্ধির কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক:
গ্রীনউইচের দ্যা জন রয়েন স্কুল থেকে ৩ টি এ স্টার,৫টি এ ও ৩ টি বি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত জুলেখা জামান সন্ধি।  তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। কৃতি শিক্ষার্থী জুলেখা জামানের বাবা সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের কৃতি সন্তান , এম.সি কলেজের সাবেক ভিপি, যুক্তরাজ্যে আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক,সেখানকার বার্টস হেলথের সিনিয়র কর্মকর্তা খসরুজ্জামান খসরু ও মা মিসেস রাবিয়া জামান জোসনা সেখানকার সমাজ সেবা কর্মকর্তা। জুলেখা উচ্চতর ডিগ্রী নিয়ে বৃটেনের মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়। এদিকে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা খসরুজ্জামান খসরুর সুযোগ্য কন্যা জুলেখা জামান যুক্তরাজ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায়  তাকে ফুলেল শুভেচ্ছা এবং তার ভবিষ্যত সাফল্যে কামনা করেছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান,বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ,সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন,সাংবাদিক মাহবুবুর রশিদ, নিজাম উদ্দিন,কানাইঘাট লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ চৌধূরী,সদস্য জাহিদ হাসান,সুবাস সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আছলাম হুসেন,নিরাপদ সড়ক চাই কানাইঘাট উপজেলা শাখার সদস্য রোমান আহমদ। 


শেয়ার করুন

1 comment:

  1. সেলিম উদ্দিন,উমানSeptember 5, 2013 at 11:45 PM

    ধন্যবাদ সন্ধি,আমরা ও তোমার উজ্জল ভবিষত কামনা করি

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়