Tuesday, September 3

শীতলক্ষাকে দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে শীতলক্ষা নদীর পাড় অবৈধ দখল মুক্ত করতে বিআই ডব্লিউটিএ’র ৪ দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলছে। সোমবার থেকে এই উচ্ছেদ কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফ তালুকদার ও নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক এ কে এম কায়সারুল ইসলামের নেতেৃত্বে বি আই ডব্লিউ টি আইয়ের উচ্ছেদ কর্মীরা শীতলক্ষা নদীর পশ্চিম পাড়ে সকল অবৈধ স্থাপনা ও দখল মুক্ত করার কাজ শুরু করে। এ উচ্ছেদ কার্যক্রম আরো ২ দিন অব্যাহত থাকবে। 
উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানার এস আই জিন্নত আলী জিন্নাহ,এস আই আমিনুল,এ এস আই সেলিম সঙ্গীয় ফোর্স এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ ফোর্সের পরিদর্শক মজিবুর রহমানের নেতৃত্বে ২০ জন রিজার্ভ ফোর্স। উচ্ছেদ অভিযানের শেষ দিন উচ্ছেদকৃত যাবতীয় মালামাল সকলের উপস্থিতিতে নিলাম করা হবে। উচ্ছেদ কর্মীরা ভেকো এবং বুলড্রেজার দিয়ে স্থাপনার মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়