Wednesday, September 25

কানাইঘাটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি !!কওমী মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক:
 কওমী মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা রক্ষা এবং কওমী মাদ্রাসাগুলোকে সরকারী কর্তৃত্বে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেনের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদানকালে হেফাজত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা এবাদুর রহমান, পৌর শাখার সভাপতি মাওলানা জামিল আহমদ বিন আল্লামা মুশাহিদ বায়মপুরী, পৌর কাউন্সিলার শরীফুল হক, মাওলানা তৈয়ব আহমদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওঃ কবির আহমদ, মাওঃ মোস্তাক আহমদ প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়