Sunday, September 1

চলতি মাসেই সিরিয়ায় হামলা চালাতে চান ওবামা


ঢাকা: চলতি মাসেই সিরিয়ায় সামরিক অভিযান চালাতে চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে এক বক্তৃতায় একথা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে, নয়ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া কংগ্রেস অধিবেশনে সিনেটরদের সমর্থন নেবেন বলেও জানান তিনি।

রাসায়নিক অস্ত্র ব্যবহারে অন্তত চৌদ্দশ মানুষের নিহত হওয়ার অভিযোগে, ২১শে আগস্টের পর থেকেই সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় হোয়াইট হাউজে বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বললেন, চলতি মাসের যেকোনো সময় সিরিয়া সামরিক অভিযানে যাবে তার দেশ। তবে, এই সামরিক অভিযানের আগে মার্কিন কংগ্রেসের সমর্থন নেবেন তিনি। আর কংগ্রেসের আগামী অধিবেশনেই বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানালেন ওবামা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়