Friday, September 6

ভালুকায় পাইপগান গুলিসহ ২ডাকাত আটক


ময়মনসিংহ প্রতিনিধি: ভালুকা উপজেলা রাজৈ ইউনিয়নের মোহনা (কর্ণপাড়া) গ্রামের সোহেল মিয়ার বাড়িতে ডাকাতি করার প্রস্তুতির সময় ১টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজের গুলিসহ ২ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্দ করেছে গ্রামবাসী ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাতদল ওই গ্রামে সোহেল মিয়ার বাড়িতে ডাকাতি করার প্রস্তুতির সময় গ্রামের যুবকদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে ডাকাতরা দিকবিদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। 

এ সময় স্থানীয় গ্রামবাসী তাদের প্রতিরোধের চেষ্টা করে । ডাকাতের অস্ত্রাঘাতে ওই এলাকার খাইরুল(২১), মোস্তফা(৫০), খলিল(২২),ও জিকু(২২) আহত হন । স্থানীয় গ্রামবাসী ১টি রাম দা, ৪ রাউন্ড কার্তুজের গুলি ও ১টি পাইপগানসহ আজিজুল হক(৪৫) ও রুবেল (২৮)  আটক করে । পরে  আটককৃত ডাকাতদের  গণ ধোলাই দিয়ে  শুক্রবার সকালে পুলিশে সোপর্দ্দ করে।   ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়