বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিনের মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অনিয়ম, দুর্নীতি ও স্বেচাচারিতর অভিযোগ এনে বিদ্যালয় ক্যাম্পাসে ও মোহনগঞ্জ বাজারে দফায় দফায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক শাহ আলম ২০০৭ সাল থেকে স্থানীয় স্বার্থনেস্বী মহলের যোগসাজসে শিক্ষক নিয়োগ দেয়ার নামে অর্থ আতœসাত করেছেন। বিদ্যালয়ের অস্থায়ী আয়া রাশিদা বেগমের ছেলেকেও পিয়ন পদে চাকুরি দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়েছে। তারা আরো বলেন, ২০১২ সালে এসএসসি পরীক্ষার ফরম পুরনের সময় ৪৯ জন ছাত্রÑছাত্রীদের কাছ থেকে ১ হাজার টাকা জামানত নেয়। কিন্তু জামানতের ৪৯ হাজার টাকা আর ফেরত না দিয়ে আতœসাৎ করেছেন।
এ সব ঘটনার প্রতিবাদ সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শাহ আলমের অপসারনের দাবীতে বিক্ষোভ করে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ আলম এসব ঘটনা অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভূয়া ও ভিত্তিহীন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়