Sunday, September 1

কানাইঘাটে হাফিজ আহমদ মজুমদার এম.পি

নিজস্ব প্রতিবেদক:
 বাংলাদেশ আজ স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ সর্বক্ষেত্রে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে বর্তমান সরকারের আমলে। অতীতের যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকারের শাসন আমলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আমূল পরিবর্তন ঘটেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিলে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ সর্বক্ষেত্রে স্বনির্ভরশীল দেশে পরিণত হবে। বর্তমান সরকারের আমলে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নে যে উন্নয়ন হয়েছে তা অতুলনীয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অতীতের ন্যায় সৎ ও যোগ্য ব্যক্তিকে পুনরায় নির্বাচিত করুন। কানাইঘাট উপজেলা এলজিইডি কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেণ কর্মসূচির ‘মহিলা কর্মীদের সঞ্চয়ের অর্থ বিতরণ’ অনুষ্ঠানে গতকাল উপজেলা টিডিসি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ হাফিজ আহমদ মজুমদার উপরোক্ত কথাগুলো বলেন। এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, পৌর মেয়র লুৎফুর রহমান ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা  ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক আহমদ, সাবেক সহসভাপতি জলাল উদ্দিন, জেলা আ’লীগের সাবেক সহসভাপতি লুকমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক কে এইচ এম আব্দুল্লাহ, নাসির উদ্দিন, খলিল আহমদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মোঃ আব্দুল্লাহ, মুমিন রশিদ, ফখরুল ইসলাম, ইকবাল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সদস্য হাসান আল-মামুন, মহানগর ছাত্রলীগের সদস্য মামুন রশিদ রাজু, নজরুল ইসলাম সাজু, মারুফ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাফিজ আহমদ মজুমদার উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন মহিলা কর্মীদের মধ্যে তাদের সঞ্চয়ের ৫৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। পরে বেলা ২টায় কানাইঘাট থানা প্রাঙ্গনে জনসাধারণের জন্য “সুরমা” নামে একটি বৈঠক খানার ফলক উন্মোচন এবং বেলা ৩টায় ডালাইচর গ্রামের উত্তরে আন্দু নদীর তীরে উপজেলা স্টেডিয়ামের মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়