Wednesday, September 18

বাংলাদেশেকে কোনো জঙ্গী রাষ্ট্র হতে দেয়া যাবে না : হাসান মাহমুদ

ঢাকা : পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে এমন কিছু দল রয়েছে যারা জঙ্গীবাদের সঙ্গে জড়িত। বাংলাদেশেকে কোনো জঙ্গী রাষ্ট্র হতে দেয়া যাবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসনের (Robert W. Gibson) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনার রাজনৈতিক বিষয় ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করতে এসেছিলেন।

তিনি বলেন হাইকমিশনারকে জানানো হয়েছে, সংবিধানের আলোকে অন্তবর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি অনুসরণ করা
হচ্ছে। বিরোধী দল বা কারো চাপের মুখে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও হাইকমিশনারকে জানিয়েছেন মন্ত্রী।

পরিবেশ মন্ত্রী বলেন, বিএনপিকে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামীলীগ। বর্তমান কার্যক্রম প্রমাণ করে বিএনপি কিছুটা নমনীয় হয়েছে। নেতাকর্মীদের চাপের মুখে শেখ হাসিনার অধিনেই বিএনপি সংসদ নির্বাচনে অংশনেবে বলে মনে করেন মন্ত্রী।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়