Sunday, September 8

'ঈদ আসে ঈদ যায় আন্দোলন হয় না'

:: কক্সবাজার প্রতিনিধি ::
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ঈদ আসে ঈদ যায়, কিন্তু বিএনপি’র আন্দোলনের পালে আর হাওয়া লাগে না। আবারো তারা ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে আসলে কিছুই হবে না।
রোববার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “বর্তমানে দেশের সব মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ সড়ক যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। সরকার ও জাইকার অর্থায়নে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে জাইকা।”
তিনি আরো বলেন, “আগামী নির্বাচন প্রগতিশীল চেতনাধারী শক্তির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ। তাই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব নেতা-কর্মীকে আন্তরিকতার সাথে রাজপথে থেকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তা না হলে সাম্প্রদায়িক শক্তি দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিবে।”
এসময় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়