ঢাকা: বার্লিন বাঙ্কারে এডলফ হিটলারের শেষ দিনগুলোর একমাত্র জীবিত সাক্ষী এবং দেহরক্ষী রোচুস মিসচ মারা গেছেন। বৃহস্পতিবার দক্ষিণ বার্লিনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৮ সাল থেকে তিনি এ বাড়িতে বাস করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬। সম্প্রতি তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিল বলে জানা যায়।
মিসচ ২০০৭ সালে রয়টারকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি দীর্ঘ পাঁচ বছর হিটলারে দেহরক্ষী, ফোন অপারেটর এবং সংবাদবাহক হিসেবে কাজ করেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিটলার বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন বলে জানান তিনি।
সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হিটলারের ব্যাঙ্কার জীবন সম্পর্কে ঐতিহাসিক, চলচ্চিত্রকার এবং সাংবাদিকরা যেসব তথ্য দেয়ার চেষ্টা করেছেন সেগুলো সত্য নয়। তিনি বলেন, ‘ অনেক ঐতিহাসিক, চলচ্চিত্রকার এবং সাংবাদিকরা হিটলার সম্পর্কে যা বলেন আসলে তার জীবন ততটা নাটকীয় ছিল না।’ আর এ সম্পর্কে তার অভিমত ছিল, ‘ইতিহাস হলো ইতিহাস। ইতিহাস নিয়ে কারো মিথ্যাচার করা উচিত নয়।’
১৯৩৭ সালে মাত্র ২০ বছর বয়সে নাজি বাহিনীতে যোগ দিয়েছিলেন মিসচ। ১৯৩৯ সালে পোলান্ড যুদ্ধে আহত হওয়ার পর হিটলার বাহিনী থেকে অবসর নেন। এরপর হিটলারের দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন। বিশ্বযুদ্ধ শেষে তিনি ধরা পরেন এবং সোভিয়েত ইউনিয়নে নয় বছর বন্দী থাকার পর মুক্তি পান।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়