Wednesday, September 18

সরকারের একগুঁয়েমি ও একতরফা নির্বাচন প্রতিহত করার শক্তি হচ্ছে জনগণ: রিজভী

ঢাকা : বিএনপির যুগ্ম-মহাসচিব ও দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের একগুঁয়েমি ও একতরফা নির্বাচন প্রতিহত করার শক্তি হচ্ছে জনগণ। তারাই সরকারের এ নির্বাচন প্রতিহত করবে।’

আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল না। অথচ তারা এটি করে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য অজ্ঞতার পরিচয়ই শুধু নয়, দৃষ্টতাও বটে।’

আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে নূহ (আ.) এর নৌকার সঙ্গে তুলনার সমালোচনা করে তিনি বলেন, ‘নূহ (আ.) এর আমলে একটি বাদে সব নৌকা ডুবে গিয়েছিল। সেই সময় যে নৌকাগুলো ডুবে গিয়েছিল, প্রধানমন্ত্রীর নৌকা সেই অভিশপ্ত নৌকাগুলোর একটি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়