Tuesday, September 10

জাল নোটসহ বরিশালে প্রতারক আটক


বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এক হাজার টাকার জাল নোটসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত সোমবার রাত ৯ টায়  উপজেলার মাগুরা বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মাগুরা বাহাদুরপুর গ্রামের সুন্দর আলী রাড়ীর ছেলে মিজানুর রহমান রাড়ী সোমবার রাত ৯’টার দিকে মাগুরা নতুন বাজারে বিকাশ এজেন্ট রেজাউল হাওলাদারের দোকানে গিয়ে টাকা প্রেরণের জন্য এক হাজার টাকার নয়টি নোট দেয়। বিকাশ এজেন্ট রেজাউল টাকা গুলো জাল বলে মিজানকে জানালে মিজান টাকাগুলো আসল বলে রেজাউলের সাথে বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে টাকা গুলো জাল বলে সনাক্ত করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই মিজানকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার রাতেই বিকাশ এজেন্ট রেজাউল বাদী হয়ে মামলা দায়ের করেন।  গ্রেপ্তারকৃত মিজানকে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়